৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছে : দাবি জেলেনস্কি’র
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, শুক্রবার (১১ মার্চ) কমপক্ষে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা সদস্য ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
দেশটির প্রেসিডেন্ট এখনও রাজধানী কিয়েভ থেকে সাংবাদিকদের নিয়মিত যুদ্ধ সম্পর্কিত আপডেট তথ্য দিচ্ছেন। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের জেলেনস্কি’র বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল শুক্রবার রাশিয়ার সেনা অভিযানের ১৬তম দিনে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা ইউক্রেনের সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে বিবিসি স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।
এর আগে জেলেনস্কি বলেন, ‘আমি দৃঢ়তার সাথে বলছি, রাশানরা আমাদের শহর ও জনপদগুলো দখল নিতে পারবে। তবে এটি সাময়িক, চিরদিনের জন্য নয়। কারণ মানুষের মন দখল করা যায় না। সূত্র : বিবিসি