৩১ মে এইচএসসি পরীক্ষা

0

দিনবদল ডেস্ক : শিক্ষা বোর্ড বলছে, আগামী ৩১ মে থেকে এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্যে কাজ করছে সরকারের শিক্ষা মন্ত্রনালয়। রুটিন তৈরির কাজ শুরু করবে আগামী সপ্তাহেই । আর করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই এসএসি পরীক্ষার খাতা বোর্ডে আসবে। এরপরই ফল প্রকাশ হবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে । এবং সে কারনেই স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

এই পরীক্ষা কবে হবে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা। সেই সাথে চলতি শিক্ষাবর্ষের সিলেবাস কিভাবে শেষ হবে তা নিয়েও চিন্তায় আছেন তারা।
শিক্ষা বোর্ড বলছে, সব প্রস্তুতি নেয়া আছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা নেয়া হবে। সেক্ষেত্রে ৩১ মে থেকে পরীক্ষা শুরুর চিন্তাভাবনা চলছে। পরীক্ষার রুটিন আগের মতই থাকবে শুধু তারিখ পরিবর্তন করা হবে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ঐচ্ছিক ছুটি কমিয়ে ফেলা হবে বলে জানায় শিক্ষা মন্ত্রনালয়।
ছুটির এই সময় সংসদ টিভিতে প্রচারিত ক্লাস লেকচার শিক্ষার্থীদের মনযোগ দিয়ে দেখারও আহ্বান জানায় মন্ত্রণালয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *