২৮ শে জানুয়ারি দেশে আসবে করোনা টিকার প্রথম চালান।

0

Doctor drawing up Covid-19 vaccine from phial bottle and filling syringe injection for vaccination. Close up of hand with blue surgical gloves taking sars-coV-2 vaccine dose from vial with syringe.

দিনবদল ডেস্ক:

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা জন্য ২০ লক্ষ টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। সে মোতাবেক ২০ শে জানুয়ারি ভারত সরকার বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান করবে। সোমবার সন্ধ্যায় বেশ কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রেস মিট’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন যে সেরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের প্রথম চালান ২৮ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে।

মন্ত্রী আরো বলেন এই টিকা ১৮ বছরের কম বয়সী কাউকে দেওয়া হবে না।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ভ্যাকসিন দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে । তিনি বলেছিলেন যে চিঠিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা জন্য ২০ লক্ষ টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *