হামজাকে নিয়ে আশাবাদী ক্যাবরেরা

0

রোববার,
১৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
০৩ মার্চ ২০২৪ ইং,

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ ক্লাব লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার আলোচনা চলে আসছে অনেকদিন ধরেই।

বাংলাদেশি বংশোদ্ভুত এই ব্রিটিশ ফুটবলারের আগ্রহের পর তাকে পেতে লেস্টার সিটিকে বাফুফে বছরখানেক আগে চিঠিও দিয়েছিল। সেই চিঠির সূত্র ধরে বাফুফে এখনো চেষ্টা করছে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর।

বাফুফে থেকে এ বিষয়ে কখনো বিস্তারিত বলা হয়নি। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে আবার আলোচনায় চলে এসেছিল হামজার নাম। এই উইন্ডোতেই লাল-সবুজ জার্সিতে হামজাকে খেলতে দেখা যাবে-এমন সব খবরও বাতাসে উড়ছিল। তবে বাস্তবতা হলো, হামজাকে পাওয়াটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। অনেক প্রক্রিয়া ও নিয়ম-কানুনের পথ পাড়ি দিয়েই হামজাকে পাওয়া যেতে পারে।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ঘোষিত দল নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। হামজা প্রসঙ্গে ইতিবাচক বক্তব্যই দিয়েছেন রাকিব-বিশ্বনাথদের কোচ। ক্যাবরেরা বলেন, ‘আজ হোক বা কাল-হামজার মতো খেলোয়াড়কে জাতীয় দলে আমরা পাবো।’

হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে দেখা যাবে-এমন কথা ভাসছে চারিদিকে। এর বাস্তবতা কতটুকু? এমন এক প্রশ্নের জবাবে ক্যাবরেরা বলেন, ‘আমি মনে করি এটা ইতিবাচক হবে। তবে আমার চেয়ে ভালো বলতে পারবে ফেডারেশন। এটা ঠিক, এ সম্ভাবনা বাস্তব হলেও অনেক পরেই হতে পারে। এ বিষয়ে আমাদের খুবই ইতিবাচক হতে হবে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *