হাতিয়ার প্রধান রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

0

স্থানিয় প্রতিনিধি:

নোয়াখালী হাতিয়ার প্রধান রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভূঁইয়াহাট থেকে জাহাজমারা পর্য়ন্ত প্রায় ২৩ কিলোমিটার নির্মিত এ রাস্তায় কোন কাপেটিং না করে নিন্মমানের সিলকোট করে কাজ সম্পন্ন করেছে ।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসারের সাথে যোগসাজসে এসব করছে ঠিকাদার। অবিলম্বে নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীরা অভিযোগ করে জানান, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের অধীনে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে নোয়াখালীর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মেসার্স এম.এ ইঞ্জিনিয়ারিং এবং মেসার্স এম. আলী কর্পোরেশন শুরু করে এ রাস্তার কাজ।

কাজটি ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ১ মাসের মধ্যে কাজটি শেষ করেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। এরই মধ্যে এই রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, প্রকৌশলী অফিসারকে ম্যানেজ করে রাস্তাটি ৪০ মিলি কাপেটিং এবং ১২ মিলি সিলকোট করার কথা থাকলেও করেছে নিন্মমানের সিলকোট, করেনি কোন কাপেটিং।

এলাকাবাসীরা আরো অভিযোগ করেন, এই কাজে অনিয়মের বাধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি দেয়া হয় তাদের। তাই ক্ষুব্ধ তারা। তাদের দাবি অবিলম্বে নতুন করে রাস্তা নির্মাণ করা হোক।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো বক্তব্য পাওয়া না গেলেও সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা জোনের আতিরিক্ত প্রধান প্রকৌশলী এ এম কে মুনির হোসেন পাঠান জানান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। এই রাস্তায় অনিয়ম করেছে ঠিকাদার। ঠিকাদারের এসব অনিয়মের দায় আমরা নিব না।

স্থানীয়রা জানান, ঠিকাদাররা বাড়তি লাভ করার জন্য নিন্মমানের কাজ করছে। তারা প্রভাবশালী হওয়ায় বারবার বলেও কোনো লাভ হয়নি। আমরা চাই এই কাজটি ভালোভাবে হোক।

নতুন করে ভালোভাবে রাস্তা নির্মাণে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিবেন এমনটাই দাবি এলাকাবাসীর।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *