স্বাধীনতা দিবসে শিল্পী কামাল আহমেদ এর ২৭তম নিবেদন “দেশের মাটি”
সোমবার,
১২ চত্রৈ ১৪২৯ বঙ্গাব্দ,
২৭ র্মাচ ২০২৩ ইং,
বিনোদন ডেস্ক :
মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর ২৭তম অডিও এ্যালবাম “দেশের মাটি” প্রকাশিত হলো। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামেরপ্রকাশনা সম্পন্ন করা হয়। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে। এই এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স”। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি।
এ্যালবামের গানগুলো হলো-
০১. ও আমার দেশের মাটি ০২. সার্থক জনম আমার ০৩. যে তোমায় ছাড়ে ছাড়–ক ০৪. বাংলার মাটি বাংলার জল ০৫. বুক বেঁধে তুই দাঁড়া দেখি ০৬. ব্যর্থ প্রাণের আবর্জনা ০৭. এখন আর দেরি নয় ০৮. সংকোচের বিহবলতা ০৯. নিশিদিন ভরসা রাখিস ১০. যদি তোর ডাক শুনে কেউ না আসে গানের সুন্দরকে সঙ্গে নিয়ে শিল্পী কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২৭
টি অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে।
এ্যালবামগুলো হলো : ০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০) ০৫. নিঃশব্দ চরনে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১) ০৬. গোধূলি ( হারানো দিনের গান) অ ঞৎরনঁঃব ঃড় করংযড়ৎ কঁসধৎ (২০১২) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪) ০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫) ১০. অধরা (আধুনিক গান) (২০১৬) ১১. গানের তরী ( তিন কবির গান) (২০১৬) ১২. বালুকা বেলায় অ ঞৎরনঁঃব ঃড় ঐবসধহঃড় গঁশযবৎলবব (২০১৬) ১৩. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯) ১৬. নীল সমুদ্র (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২০) ১৭. মহাকাব্যের কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) (২০২০) ১৮. মহাকবি (বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি) (২০২০) ১৯. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ২০. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ২১. রাজনীতির কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) (২০২১) ২২. স্মৃতির শহরে (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২২) ২৩. তোমায় গান শোনাব (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২৪. শ্রাবণঘনগহন মোহে (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২৫. জন্মভূমি (দেশাত্মবোধন গান) (২০২২) ২৬. তুমি সন্ধ্যার মেঘমালা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) এবং ২৭. দেশের মাটি (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩)।
শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৮ (আট) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন: ০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০) ০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫) ০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয়, ভারত (২০১৭) ০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭) ০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭) ০৬. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮) ০৭. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯) ০৮. আকাশ মিডিয়া ভুবন সম্মাননা (২০২২)
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়–ক সবার মনে ও মননে।