সোহেল তালুকদারের বই মোড়ক উন্মোচন করেন কবি আসলাম সানী
দিনবদল নিউজ ডেস্ক :
সোহরাওয়ার্দী উদ্যানে একুশের বই মেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে উন্মোচিত হলো কবি সোহেল তালুকদারের ৫ম প্রকাশনা “স্মৃতির আড়ালে”।
মেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক সুমন চৌধুরী। উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব কবি আসলাম সানী। বিশেষ অতিথি ছিলেন পরিবহন ব্যবসায়ী মোঃ নাসির। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সোহেল তালুকদার ।
বইটির মোড়ক উন্মোচিত করেন কবি আসলাম সানী, তিনি তার বক্তব্যে সোহেল তালুকদারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং উদীয়মান তারুন্যে উদ্দিপ্ত এই কবির লেখা যে তিনি স্বাগত জানিয়ে উপস্থিত সকলকে বইটি কেনার জন্য অনুরোধ করেন।
সুমন চৌধুরী প্রথমেই একুশে পদক প্রাপ্ত দেশের সুনামধন্য কবি আসলাম সানীকে তার আমন্ত্রনে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করার জন্য ধন্যবাদ সহ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, তিনি বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত তাই আসুন বেশী করে বই পড়ি।বই জ্ঞানের পরিধি বৃদ্ধি করে।
সকলের কাছে নতুন এই কবির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করে শেষ করেন। বইটি সাবলীল ভাষায় ছন্দের মাধুর্যে ভাবের স্বচ্ছলতায় ও বর্ণনায় সৌন্দর্য সুসংগঠিত ও জাতীয় শিক্ষা সপ্তাহ সনদপ্রাপ্ত অমর একুশে গ্রন্থমেলা ২০২১ প্রকাশিত হয়েছে সাহস পাবলিকেশন্স এ মোহাম্মদ সোহেল তালুকদার এর কাব্য গ্রন্থ “স্মৃতির আড়ালে ” এই বইটিতে থাকছে মুক্তিযুদ্ধের স্বাধীনতা, করোনা ও ধর্ষনসহ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কবিতা গ্রন্থ।
কবি মোহাম্মদ সোহেল তালুকদার বলেন, “স্মৃতি আড়ালে” বইটি আমার পঞ্চম প্রকাশিত বই। বইটির কবিতা গুলোতে বর্তমান পরিস্থিতিসহ মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার চিত্র তুলে ধরা হয়েছে। বইটি ৭৭ পৃষ্ঠায় প্রায় ৭২ টি কবিতা স্থান পেয়েছে।