সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চোখ: মুক্তিযোদ্ধা মন্ত্রী
শনবিার,
২৫ মে ২০২৪ইং,
১১ জ্যষ্ঠৈ ১৪৩১ বঙ্গাব্দ,
সাজ্জাদ মাহমুদ :
মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চোখ, তাদের লেখনীর মাধ্যমেই রাষ্ট্র ভালো-মন্দ সবকিছু দেখতে পায় এবং সেভাবে ব্যবস্থা গ্রহণ করে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল ( বিসিআরসি)’র নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি এ কথা বলেন। ২৩ মে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরেন বলেই সমাজে অন্যায়-অবিচার, সন্ত্রাস, দুর্নীতি লোপ পায়। ক্রাইম রিপোর্টিংকে চ্যালেঞ্জিং প্রফেশন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, একজন সাংবাদিকের উচিৎসঠিক তথ্য তার লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরা, একটি তথ্য উপস্থাপনের কারনে নিরপরাধীও অনেক সময় অপরাধি হয়ে যায়, আবার অপরাধিরা পার পেয়ে যায়। ক্রাইম রিপোর্টাররা সোচ্চার হলে এবং সঠিক সংবাদ পরিবেশন করলে অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না এবং সমাজে অপরাধ -দুর্নীতি কমে আসবে। এসময় তিনি কিশোর গ্যাং এর বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল(বিসিআরসি)র সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার আলী আশরাফ আখন্দ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ এমপি, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ মুহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন, এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ, আওয়ামী ওলামা লীগের কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহীন, দৈনিক দিন প্রতিদিন এর উপ-সম্পাদক এ এস এম নজিবুল আকবর প্রমূখ।
বিসিআরসি’র সাধারণ সম্পাদক মহসীন আহমেদ স্বপন অনুষ্ঠান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন বিসিআরসি সহ সভাপতি – খোন্দকার আব্দুল মান্নান বাবু,এস এম সামসুল হুদা, মোঃ আনোয়ার হোসেন,এস এম আল হেলাল যুগ্ম সাধারণ সম্পাদক-শাহেদ আহমেদ, শেখ বোরহান উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাঞ্চন চৌধুরী সুমন অর্থ সম্পাদক- মেহেরুন আশরাফ, সাংস্কৃতিক সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সমন্বয় সম্পাদক কিশোর ডি কস্তা,মানবাধকিার বষিয়ক সম্পাদক র্নাগসি জুঁই, কার্যনির্বাহী সদস্য আনারুল ইসলাম খান, মিলন মল্লিক, সদস্য জান্নাত সোনিয়া, আমিরুল ইসলাম সাগর, উপদেষ্টা ওয়াহিদ মুরাদ প্রমুখ।
অনুষ্ঠানে দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে “বিসিআরসি এক্সিলেন্স আওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়। মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগঠনের শিল্পীরাই সংগীত পরিবেশন করেন করেন।