সরকারের কাছে ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি সংখ্যালঘু অধিকার আন্দোলনের

0
ফাইল ফোটো

ফাইল ফোটো

রোববার,
৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
১৮ আগস্ট ২০২৪ ইং

ডেস্ক রিপোর্ট:

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা তদন্তে একটি ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি জানিয়েছে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’।

১৮ আগস্ট রোববার অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির ওপর হামলার বিচার এবং তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতসহ আট দফা দাবি পেশ করেন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার কাছে তারা এসব দাবি জানান।

দাবির প্রেক্ষিতে অধ্যাপক ড. ইউনূস তাদের আশ্বস্ত করেন যে তার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সদস্যসহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, তার সরকার সংখ্যালঘুদের যেকোনো আক্রমণ এবং সহিংসতা থেকে সুরক্ষা দিতে এরই মধ্যেই কয়েকটি ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যেই পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং পরিস্থিতি সারাদেশে স্বাভাবিক হতে শুরু করেছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *