সবাইকে টিকা নেয়ার আহ্বান অর্থমন্ত্রীর

0

ফাইল ফটো

সবাইকে করোনাভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

টিকা নিয়েছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি গতকাল টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্র থেকে টিকা নিয়েছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। কোনো কিছুই দেখিনি আমি। কোনো অসুবিধা হয়নি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন টিকা নিয়েছিলাম, সেসময় জ্বর আসত। তবে এই টিকা নেয়ার পর ব্যথাও হয়নি, জ্বরও আসেনি। সবাই মেহেরবানি করে টিকা নেবেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনেও বলেছেন যে, আমি মানুষকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে। তারপর আমি তাদের ছোট ছোট গোত্রে বিভক্ত করে দিয়েছি। যাতে তারা একে অপরকে চিনতে পারে এবং একে অপরের সাহায্যে আসতে পারে। অনেকে এখন চিন্তা করেন, আমি কখনো করোনায় আক্রান্ত হবো না। সুতরাং আমার টিকা নেয়ার দরকার নেই। আমি যে টিকা নিলাম, এর ফলে আমার উপকার হবে আশা করি, ঠিক তেমনিভাবে আমি প্রত্যাশা করি আমার এই টিকা দেয়ার কারণে আমি অন্য কাউকে আক্রান্ত করব না। কারণ ভাইরাসটি মানুষ দ্বারা একজন থেকে আরেকজনের মধ্যে যায়।’

‘আমরা যদি সবাই টিকা নিয়ে নেই, তাহলে কারো মধ্যে ভাইরাস ছড়াতে পারবে না। সেজন্য আমার অনুরোধ, সবাই মেহেরবানি করে টিকা নেবেন, সবাই টিকা নিয়ে নেন। সব দেশেই টিকা নিচ্ছে। সারাবিশ্ব টিকা নিচ্ছে আমরা নেব না কেন?’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *