মিয়ানমারে আটক ৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

0

মিয়ানমারে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের দীর্ঘ ৩৭ দিন পর তাদের হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

বুধবার বিকেল সাড়ে ৫টায় টেকনাফস্থ ২ বিজিবি’র কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
ফেরত আসা জেলেরা হলেন-টেকনাফ বাহারছড়ার নোয়াখালী পাড়ার ছোবাহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, মিঠাপানির ছড়ার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ুব, মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ১ ফেব্রুয়ারি বাংলাদেশি ছয়জন জেলে ইঞ্জিনচালিত নৌকাযোগে সমুদ্রে মাছ ধরতে গেলে ইঞ্জিন নষ্ট হয়ে তারা মিয়ানমারের সমুদ্র উপকূলে চলে যায়। পরে বিজিপি তাদের আটক করে জেলে বন্দী রাখে। আটকের বিষয়টি ৬ জেলের পরিবার লিখিতভাবে বিজিবিকে জানালে আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে তৎপরতা শুরু করি। তারপর বিজিপি আমাদের জানায় যে, তারা ৬ জেলেকে হস্তান্তর করবেন।

তিনি আরও বলেন, সব প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে নাফনদী পয়েন্ট দিয়ে তারা ৬ জেলেকে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের টেকনাফে ফেরত আনা হয়। এদের মধ্যে ফেরত আনা কেফায়েত উল্লাহ নামে এক জেলের করোনা পজিটিভ এসেছে। পাঁচ জেলে থেকে তাকে আলাদাভাবে রাখা হয়েছে। পুলিশ করোনা পজিটিভ রোগীর বিষয়ে আইসোলেশন নিশ্চিত করবেন।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, ফেরত ছয় জেলেকে থানায় হস্তান্তর করা হবে। সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাদের স্ব-স্ব পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *