ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৬ আষাঢ় ১৪৩০বঙ্গাব্দ,
১০ জুলাই ২০২৩ইং
বাসসঃ
জাতীয় নির্বাচন দোরগোড়ায় উল্লেখ করে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে জয় যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
১০ জুলাই, সোমবার বিকেলে মেহেরপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২০ বছর পরে জেলা শহরের প্রাণকেন্দ্রে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
মেহেরপুর সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল ইসলাম সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন, দেশের জনগণ সকল ষড়যন্ত্রকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আনবে । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ খালেক , সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কার্যনির্বাহী সদস্য আদনান সুমন। সঞ্চালনা করেন সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন।
এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর, ডেলিগেট, অতিথি সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।