বিএনপি হচ্ছে ‘বাংলাদেশ নালিশ পার্টি’: ওবায়দুল কাদের

133dbbd3d67d02c7aab095dd4f8ba0af-588b52163b8c1

দিনবদল নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মানে ‘বাংলাদেশ নালিশ পার্টি’। তারা কেবল দেশ-বিদেশে আওয়ামী লীগের নামে নালিশ করে বেড়ায়। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ভেবেছিল যে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বিএনপিকে ক্ষমতায় বসাবেন। এর আগেও তারা ভেবেছিল, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবেন। কিন্তু বিএনপির সেই অলীক স্বপ্ন পূরণ হয়নি।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

কর্মী সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘এর আগে বিএনপি আবদুল আজিজের মতো দলীয় নেতাকে নির্বাচন কমিশনার বানিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন, তারা সবাই রাজনীতির বাইরের নিরপেক্ষ মানুষ।’ তিনি আরও বলেন, ‘বিএনপির কাছে নিরপেক্ষ মানে তাদের দলের লোক। বিএনপি নেতা দুদু ও অন্যদের কমিটিতে রাখলে হয়তো বিএনপি খুশি হতো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সংলাপের প্রস্তাব দিয়ে নির্বাচনের পর বগুড়াসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে অনেক মানুষ পুড়িয়ে মেরেছে। নেতাকর্মীদের বাড়ি ও সরকারি কার্যালয়ে আগুন দিয়ে অনেক ক্ষতি করেছে। আর এটাই হলো বিএনপির গণতন্ত্র। তাদের গণতন্ত্র মানে কারফিউ গণতন্ত্র।’

বিএনপিকে নিয়ে চিন্তার কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মানে ‘বাংলাদেশ নালিশ পার্টি’। তারা শুধু দেশে-বিদেশে আওয়ামী লীগের নামে নালিশ করে। তারা হিলারি ক্লিনটন বা নরেন্দ্র মোদির হাত ধরে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।’

বিএনপিকে নিয়ে চিন্তা না করলেও দলের নেতাকর্মীদের প্রতি উন্নয়ন ও ভালো ব্যবহারের মাধ্যমে জনগণের মন জয় করার আহ্বান জানান ওবায়দুল কাদের। দলের আদর্শ ধারণ করে না, এমন ব্যক্তিদের দলে স্থান না দেওয়ার কথাও বলেন তিনি। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এই নেতা বলেন, ‘বসন্তের কোকিলদের দলে স্থান দেবেন না। তারা আসবে, আবার সুবিধা পেলে চলে যাবে। যোগ্যদের পদে বসাতে হবে।’
কর্মী সভায় কর্মীদের সমাগমে উচ্ছ্বসিত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আবার আসিব ফিরে যমুনা ও করতোয়া নদীর তীরে।’

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবার রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুল মান্নানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *