“বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ নেই এটা খুবই দুঃখজনক” সালাউদ্দিন বাদল!

0

শনিবার,
১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ,
০৩ জুন ২০২৩ ইং,

শাওকাতুল আমীন :

বিশিষ্ট রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সালাউদ্দিন বাদল বলেছেন, এবারের বাজেট গণমুখী হয়েছে তবে সংস্কৃতি খাতে বরাদ্দ নেই এটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

বাজেট ঘোষনার পর, ০১ জুন বৃহস্পতিবার সালাউদ্দিন বাদল তার ফেইসবুক পোষ্টে সর্ব প্রথম এ ধরনের মন্তব্য করেন। সংস্কৃতি খাতে বাজেট বরাদ্দ নিয়ে তাঁর এই মন্তব্যের পর একে একে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এ বিষয়ে একই ধরনের মন্তব্য ব্যক্ত করেছেন। এছাড়া মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের দাম কমানো দরকার বলেও তিনি মনে করেন। জনাব বাদল বলেন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য এটা খুবই জরুরী।

এছাড়াও দ্রব্যমূল্যের দাম কমানোর ব্যাপারে কার্যকরী ও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন,”সিন্ডিকেটদের গ্রেপ্তার করুন।লোডশেডিং এর ব্যাপারে সহনশীল অবস্থায় নিয়ে আসুন। যারা কাজ করেনা তাদের সরিয়ে দিন”।

সালাউদ্দিন বাদল ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগ এর প্রবিন নেতা, তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাজকল্যাণ, প্রচার, দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। ৭৫ পরবর্তী সময় খুনি মুস্তাকের পল্টন ময়দানের জনসভা পন্ড করার অন্যতম প্রধান কুশিলব ছিলেন তিনি।

প্রতিক্রিয়াশীল রাজনীতির কষাঘাতে বাঙ্গালি সংস্কৃতি যখন হুমকির মুখে ঠিক ওই সময় রাষ্ট্র যন্ত্রের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি প্রতিষ্ঠা করেন আওয়ামী শিল্পী গোষ্ঠী ও জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংস্কৃতি কর্মীদের নিয়ে গঠিত এই দুটি সংগঠনের শিল্পীদের নিয়ে ‘৯০-এর গণতন্ত্র উদ্ধার আন্দোলনে জনতার মঞ্চে অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য ।

জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে সালাউদ্দিন বাদলের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, যেমন ৬৯ এর গন আন্দোলন, ‘৭০ এর নির্বাচন, ‘৭১ এর মুক্তিযুদ্ধ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *