বঙ্গোপসাগরে আটকা টেকনাফগামী একটি জাহাজ:২০৫ পর্যটক উদ্ধার!

0

স্থানীয় সংবাদদাতা :

প্রায় আড়াই ঘণ্টা সাগরে আটকা থাকার পর জাহাজের যাত্রীদের স্পিডবোট ও ট্রলারে করে সেন্ট মার্টিনে ফেরত নেওয়া হয়। ইঞ্জিন বিকল হয়ে ২০৫ জন পর্যটকসহ বঙ্গোপসাগরে আটকা পড়েছে সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী একটি জাহাজ। তবে এস টি শহীদ সালাম নামের জাহাজটি এখনো সাগরে আটকা পড়ে আছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি ২২৯ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিটিএ বন্দর থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করে। বেলা সাড়ে ৩টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ২০৫ জন পর্যটক নিয়ে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জাহাজটি সন্ধ্যা ৬টায় টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছানোর কথা ছিল। জাহাজটি ওই স্থানে প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে রয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্পিডবোট ও ট্রলারে করে পর্যটকদের সেন্ট মার্টিনে ফেরত আনা হয়।

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জাহাজে থাকা পর্যটকদের নিরাপদে সেন্ট মার্টিনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এস টি শহীদ সালাম জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ করিম বলেন, রোববার সকালে জাহাজটি চলতি মৌসুমের শুরুতেই ২২৯ জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়। কিছু যাত্রী রাতযাপনের জন্য সেন্ট মার্টিনে অবস্থান করেন। অন্য দুই শতাধিক পর্যটক নিয়ে বিকেলে ফেরার পথে জাহাজের ইঞ্জিন (গিয়ার) বিকল হয়ে পড়ে। বিকল হয়ে পড়ায় ইঞ্জিন চালুর চেষ্টা করা হচ্ছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *