বঙ্গবন্ধু উৎসব করবে বাঙালি সাংস্কৃতিক জোট
বিশেষ প্রতিনিধি: জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু উৎসব’ করবে বাঙালি সাংস্কৃতিক জোট।
১৭ মার্চ চারুকলার বকুল তলায় এ উৎসব হবে বলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, সংসদ সদস্য মমতাজ বেগম, চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড: ইনামুল হক ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানের মূলপর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আরও উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা: হারুনুর রশিদ, বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতিক সম্পাদক বাবু অসিম কুমার উকিল ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা।
উৎসবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা, গান, প্রামাণ্যচিত্র ও চিত্র প্রদর্শনের পাশাপাশি তাকে নিয়ে যারা কাজ করেছেন তাদেরও সম্মান জানানো হবে।