প্রাক্তন সব বয়ফ্রেন্ডই ফিরে আসতে চেয়েছে: কঙ্গনা
অনলাইন ডেস্ক: প্রেম নিয়ে অনেকটা জল গড়িয়েছে, সময়ও পার হয়েছে। তবে সম্পর্ক নিয়ে ঠিক সেইভাবে মুখ খুলছিলেন না বলিউড তারকা কঙ্গনা রানাউত। এবার মুখ ফুটে বেরিয়ে এলো অনেক কথাই।
ঠোঁটকাটা বলে বরাবরই তার নাম রয়েছে। নিন্দুকেরা যদিও তাকে বদনাম বলেন। তবুও সে অভ্যাস থেকে পিছু হটেন না এই তারকা। আর তাই এবার সম্পর্ক নিয়েও তিনি খোলামেলা কথা বললেন।
আনন্দবাজার পত্রিকা বলছে, সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যথেষ্ট তিক্ততা তৈরি হয়েছিল। জল গড়ায় আদালত পর্যন্ত। সে সব এখন অতীত। কঙ্গনা স্পষ্ট বললেন, ‘আমি একটা সম্পর্কে রয়েছি। এ বছরই বিয়ে করতে চাই। আশা করছি সেটা সম্ভব হবে।’
আর ব্রেকআপ কীভাবে সামলান নায়িকা? তার কথায়, সম্পর্ক ভেঙে গেলে সামলাতে আমার দিন সাতেক সময় লাগে। সেটা যত দিনের রিলেশনই হোক না কেন, সাতদিনের মধ্যে আমি তা থেকে বেরিয়ে আসতে পারি।
কঙ্গনা বলেন, আর একবার কোনও সম্পর্ক থেকে বেরিয়ে এলে আর কখনও ফিরে যাই না। কিন্তু আমার প্রাক্তন বয়ফ্রেন্ডরা কিন্তু সকলে আমার কাছে ফিরে আসতে চেয়েছে। এটাও কিন্তু একটা রেকর্ড।