পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি সেনার গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতে অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে।
জানা গেছে, জেনিনে এক ইসরায়েলি সেনার গাড়িকে সজোরে ধাক্কা মারে ফিলিস্তিনি ওই যুবকের গাড়ি। এসময় সঙ্গে সঙ্গে ফিলিস্তিনিকে গুলি করে ইসরায়েলি ওই সেনা। এতে প্রাণ হারান ওই ফিলিস্তিনি যুবক।
তবে ইহুদিবাদি ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, জেনিনের এক চেকপোস্টে একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করা হয়েছে। এ সময় সেনা সদস্যের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। সূত্র : প্রেস টিভি।