নবজাতকের পর মারা গেলেন মা মাহবুবা
০৪ জ্যৈষ্ঠ ১৪২০ বঙ্গাব্দ,
১৮ জুন ২০২৩ ইং,
মহানগর প্রতিনিধিঃ
নবজাতক মারা যাওয়ার সাত দিনের মাথায় মারা গেলেন মা। আজ ১৮ জুন রোববার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বেলা দুইটার পর মা মাহবুবা রহমানের মৃত্যু হয়। ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সন্তান জন্ম দিতে গিয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকদের অবহেলার শিকার মাহবুবা রহমানের নবজাতক সন্তান মারা যায় বলে জানায় পুলিশ। মাহবুবার অবস্থাও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ ঘটনায় ইতিমধ্যে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু ও মায়ের জীবন মৃত্যুঝুঁকিতে ফেলার অভিযোগে করা মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর পাশাপাশি গত শুক্রবার সেন্ট্রাল হাসপাতালের সব ধরনের অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অস্ত্রোপচারের কক্ষ মানসম্পন্ন নয় বলে অধিদপ্তর এ নির্দেশ দিয়েছে।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, কুমিল্লার তিতাস উপজেলা থেকে অন্তঃসত্ত্বা মাহবুবা রহমানকে (২৫) শুক্রবার রাজধানীতে এনে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাহবুবাকে যে চিকিৎসকের অধীন ভর্তি করা হয়, তিনি তখন দেশের বাইরে। এ বিষয়ে রোগী বা স্বজনদের জানানো হয়নি। অন্য চিকিৎসকেরা তাঁর স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হন। পরে অস্ত্রোপচার করা হয়। গত রোববার নবজাতকের মৃত্যু হয়। আর মাহবুবার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাঁকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। আর আজ এখানেই তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সেন্ট্রাল হাসপাতাল থেকে জরুরি রোগী অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। এর অর্থ, ওই হাসপাতালে আইসিইউ বা অস্ত্রোপচারের কক্ষগুলো মানসম্পন্ন নয়। তাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।