ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি আরও ১৮৯ জন
২৪ অক্টোবর, ২০২১ ইং,
০৮ কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
বিশেষ প্রতিনিধি:
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩১৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়ছে ২১ হাজার ৩৯৫ জন।
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া এসব তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই পর্যন্ত ৮৬ জন মারা গেছেন। এখনো ভর্তি আছেন ৮৩৮ জন।
চিকিৎসা ও কীটতত্ব বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টির কারনে ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার উপদ্রব বেড়েই চলছে। এ মশার কামড়ে প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পূর্ণাঙ্গ মশা দমনে আরও উদ্যোগী না হলে পরিস্থিতির উন্নতি হবে না। অক্টোবর মাসজুড়ে এডিস মশার উপদ্রব থাকার সম্ভবনা রয়েছে।