ডব্লিওএলএফ অ্যাওয়ার্ড পেলেন হুইপ ইকবালুর রহিম

Iqbal20170224132219

দিনবদল ডেক্স: ২০১৭ সালের সোস্যাল ইনোভেটর ক্যাটাগরিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে অ্যাওয়ার্ড প্রদান করেছে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন (ডব্লিওএলএফ)।

গতকাল দুবাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হুইপ ইকবালুর রহিমকে এ সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ইকবালুর রহিম এমপি তার নির্বাচনী এলাকা দিনাজপুরে হিজড়া সম্প্রদায়ের জন্য আবাসনের ব্যবস্থা করে মানবপল্লী গড়ে তোলা, বৃদ্ধাশ্রম নির্মাণ ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

হুইপ ইকবালুর রহিম বলেন, এ ধরনের অ্যাওয়ার্ড প্রাপ্তি দেশের জন্য সম্মানের এবং এ ধরনের সম্মাননা দেশের সংসদ সদস্যদেরকে সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, হিজড়া সম্প্রদায় আমাদের পরিবারেরই সদস্য। কিন্তু পরিবার তাদেরকে গ্রহণ করে না, তারা অবহেলিত। অবহেলা না করে একটু যত্নশীল হলেই তারাও সমাজের সাধারণ সদস্যদের মতই আচরণ ও সহাবস্থান করে।

উল্লেখ্য, ইকবালুর রহিম এমপির গড়ে তোলা মানবপল্লীতে ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং তাদের আর্থিক ও সামাজিক সকল ধরনের সহযোগিতা প্রদান করছেন হুইপ ইকবালুর রহিম।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *