জিয়ার মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি:যুবলীগ চেয়ারম্যান

0
ফাইল ফোটো

ফাইল ফোটো

১৩ আগস্ট ২০২১ইং শুক্রবার,
২৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ।

বিশেষ প্রতিবেদক:

১৩ আগস্ট শুক্রবার, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে রাজধানীর পল্টন এলাকায় এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে আওয়ামী যুবলীগ। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সরাসরি উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ সময় শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘৪৬ বছর আগে এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী কুচক্রী মহল। বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতার সংগ্রাম শেষে যখন ক্ষত-বিক্ষত অবস্থা থেকে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন, তখনই ঘটানো হয়েছিল ইতিহাসের নির্মম এ হত্যাযজ্ঞ। এই হত্যাকা-ের সঙ্গে খুনি জিয়ার সম্পৃক্ততা রয়েছে। তাই আমরা জিয়ার মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই পরাজিত শক্তি এখনও সমগ্র বাংলাদেশের ক্ষতি করার জন্য সজাগ রয়েছে। এদের থেকে, এদের চিন্তাধারা থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সজাগ থাকতে হবে।’

যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল বলেন, ‘করোনার এই মহা সংকটে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু থেকে যুবলীগ সারা দেশে কাজ করে যাচ্ছে। প্রতিটি দুর্যোগে যুবলীগ সব সময় মানুষের পাশে ছিল এবং থাকবে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় এতে কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *