জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের

0

২৭ জ্যৈষ্ঠ ১৪২০ বঙ্গাব্দ,
১০ জুন ২০২৩ ইং,
আব্দুস সাত্তারঃ
দেশব্যাপী আবারও ‘সন্ত্রাসী কর্মকা-’ ও ‘অগ্নি–সন্ত্রাস’ সৃষ্টির উদ্দেশ্যে জামায়াতে ইসলামীকে বিরোধী দল বিএনপি মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা রক্তে রক্তে বাংলাদেশকে রক্তের দরিয়া বানাতে চায়, সেই অপশক্তি জামায়াত মাঠে নেমেছে। জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা, তাদের আসল মুরব্বি বিএনপি।’

আজ ১০ জুন শনিবার রাজধানীর নিকুঞ্জ এলাকায় ‘বিএনপি–জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
জামায়াত নিবন্ধিত রাজনৈতিক দল নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (জামায়াত) নির্বাচনে নিবন্ধিত দল নয়, কিন্তু তাদের নামানোর অর্থ হলো বিএনপি আগুন–সন্ত্রাসের জন্য প্রস্তুত হচ্ছে। বিএনপি আবারও ভাঙচুর করবে, আগুন নিয়ে বাস পোড়াবে, মানুষ পুড়িয়ে মারবে। আজকে ওই রাজনীতি যারা করে, তাদের এবং সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।
বিএনপিকে ক্ষমতালোভী আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার জন্য তারা পারে না এমন কোনো অপকর্ম নেই। তারা ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র গিলে খাবে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আদর্শ গিলে খাবে, ভোটের বক্স গিলে খাবে। আবারও হাওয়া ভবন খুলে লুটপাট করবে। ক্ষমতায় এলে বিএনপি বিদ্যুতের জায়গায় খাম্বা বসাবে।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নাকি দুইবার প্রতারণা করছি! আমরা তো আপনাদের (বিএনপিকে) ডাকছি নাৃআসেন, আসেন। সাধিলে আবার খাইবো, সেটা আমরা জানি। তত্ত্বাবধায়কটা মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে, সংসদটা বিলুপ্ত হলেৃতাদের সাধবে কে? হাওয়া? কার সঙ্গে বসবে? বাতাসের সঙ্গে সংলাপে বসবেন পদত্যাগ করলে?’

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নালিশ করে নিষেধাজ্ঞা আনতে চেয়েছে (বিএনপি)। ভিসা নীতিতে আওয়ামী লীগ ভয় পায় না। কারণ, তাদের মনের জোর আছে, সুষ্ঠু নির্বাচন হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে। অপকর্ম করলে বিএনপিকেই তার মূল্য দিতে হবে, সেটা যেন তারা ভুলে না যায়।

বিএনপির মাথার মধ্যে এখন তিনটা ভূত ঢুকেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এক ভূত, তত্ত্বাবধায়ক সরকার। আরেক ভূত, শেখ হাসিনার পদত্যাগ। আরেক ভূত, সংসদের বিলুপ্তি। এ দেশের শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে এই তিন ভূত নামাতে হবে।

বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব যখন বলছেন, আওয়ামী লীগকে ১০ ভাগ আসনও দেবেন না, তাহলে বুকে যখন এতই বল, আসেন না নির্বাচনে! আসেন খেলার মাঠে। খেলার মাঠে না গিয়ে ফাউল শুরু করেছেন। বন্ধ হয়ে যাবে লাফালাফি, বাড়াবাড়ি। আওয়ামী লীগ যখন খেলার মতো খেলতে নামবে, তখন আপনাদের পালাবার পথ থাকবে না।’

আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরে রাখা যাবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা মাঠে আছি, মাঠেই মোকাবিলা করব। খেলা হবে আগামী নির্বাচনে। মোকাবিলা হবে। তবে ফাউল করলে খবর আছে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মুহাম্মদ ফারুক খান ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া; ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *