জাবি সাংবাদিক সমিতির সভাপতি সুজন, সম্পাদক শামীম
দিনবদল ডেক্স: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মওদুদ আহমেদ সুজন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের প্রতিনিধি শরিফুল কবির শামীম। বৃহস্পতিবার দুপুরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফরিদ আহমেদ।
কমিটির অন্যরা সদস্য হলেন সহ-সভাপতি আরিফুল ইসলাম নেহাল (দৈনিক সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (ডেইলি নিউ এইজ), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন নিলয় (দৈনিক ইত্তেফাক), দপ্তর ও প্রকাশনা সম্পাদক নূর আলম হিমেল (বাংলানিউজ)।
কার্য নির্বাহী সদস্যরা হলেন- মো. আসাদুজ্জামান (ডেইলি স্টার), হাসান আল মাহমুদ (দৈনিক মানবজমিন) এবং তহিদুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ)।