গ্লোবাল ইয়ুথ লিডারশিপ স্বীকৃতি পেলেন মোস্তফা নবী ফাইয়াজ

0

মঙ্গলবার,
১৩ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ,
২৮ জুন ২০২২ ইং,

নিজস্ব প্রতিবেদক :

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ স্বীকৃতি পেয়েছেন এ কে স্টিলের ব্যবস্থাপনা পরিচালক এম এম মোস্তফা নবী ফাইয়াজ। সম্প্রতি তিনি থাইল্যান্ডের ব্যাংককএ গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সামিট ২০২২ এ অংশগ্রহণ করেন। এসময় তিনি এ স্বীকৃতি পান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ডের শিক্ষামন্ত্রী খুনিং কালায়া সোফোনপানিচ। শীর্ষ সম্মেলনে একশর ও বেশি দেশের প্রতিনিধি এবং পুরস্কারপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন এ কে স্টিলের পক্ষে মোস্তফা নবী ফাইয়াজ।

এ কে স্টিল বহু বছর ধরে বাংলাদেশের অবকাঠামো নির্মাণে কাজ করে আসছে । তাদের উল্লেখযোগ্য প্রকল্পের অংশ গুলো হলো পদ্মা সেতু ও রোহিঙ্গা ক্যাম্পে ইস্পাত কাঠামো সরবরাহ করা।

এ কে স্টিলের ব্যবস্থাপনা পরিচালক এম এম মোস্তফা নবী ফাইয়াজ বিভিন্ন সমাজ সেবা মুলক কাজে অবদান রেখে চলেছেন । ইতিমধ্যে তিনি এম এম এ কাদের একাডেমি স্কুল সুবিধা বঞ্চিতদের জন্য একটি অলাভজনক প্রাইভেট স্কুলের প্রতিষ্ঠা করেন। পরে এ স্কুল ২০১৫ থেকে সরকারী হয়। এর আগে তিনি এ স্কুলের জমি দান করেন এবং বিদ্যালয়টি নির্মাণ করেন। বিগত ১৫ বছর ধরে শিক্ষক ও কর্মচারীদের বেতন এবং বিদ্যালয় প্রাঙ্গনের রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করে বিদ্যালয়টি পরিচালনা করেন।

তিনি চোরপাতা ইউনিয়ন সরকারি হাসপাতাল রায়পুরের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা। এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। নোয়াখালী, গাজীপুর, বরিশাল এবং অনেক জেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করেছেন। রায়পুর, লক্ষ্মীপুর ও ভোলা, লালমোহনে ২৫০ টি অটোরিকশা প্রদান করে বেকারদের সাহায্য করেছেন। তেলিহাটি প্রামানিক বাড়ী দারুল উলূম মাদ্রাসা ও ইতিমখানা, ডাকঘর: তেলিহাটি, উপজেলা: শ্রীপুর, গাজীপুর” এর সভাপতি হিসাবে ৫০% রক্ষণাবেক্ষণের খরচ যোগান। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা ২নং এ ‘নুরুন্নবী চৌধুরী ট্রাস্ট এতিমখানা’ এতিমখানা প্রতিষ্ঠা ও আর্থিকভাবে সহায়তা করেছেন।

গাজীপুর জেলার মাওনা, শ্রীপুরে কয়েকটি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। প্রতি বছর মঙ্গা এলাকার ১০০০ জন অভাবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মোস্তফা নবী ফাইয়াজ।

এছাড়াও এ কে স্টিল ইন্ডাস্ট্রিজ থেকে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাওনা, গাজীপুরে পরিবেশ বান্ধব গবাদি পশুর খামার ‘প্রজেক্ট গ্রীন এগ্রো’-এর জন্য ৯/১০ এক্সেলেন্সি রেটিং পেয়েছে।

‘এক্সোটিক রেসিং’ লাস ভেগাস, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেস ট্র্যাকে ল্যাম্বরগিনি গ্যালার্দোর মতো সুপারকার চালানোর জন্য আন্তর্জাতিক শংসাপত্র ধারক। এ কে স্টিল থেকে প্রতি বছর রমজান মাসে ১০০০০ লোকের জন্য গৃহহীনদের জন্য ইফতার প্রচারাভিযান করেছেন।এ কে স্টিল এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ইনফ্রাস্ট্রাকচারে তরুণ নেতা পুরস্কার পেয়েছেন।একে স্টিল ইন্ডাস্ট্রিজ থেকে গত ৪০ বছর ধরে প্রতি বছর প্রায় ৩০০শ’র ও বেশী কর্মীির কর্মসংস্থানের সুযোগ দিয়েছেন।

মোস্তফা নবী ফাইয়াজ ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য। এছাড়াও তিনি লক্ষ্মীপুর জেলা সমিতি,গুলশান সাউথ ক্লাব,এলিট ক্লাব,ধানমন্ডি ক্লাব, ও ঢাকা বোট ক্লাবের আজীবন সদস্য।

একে স্টিল একটি বৃহত্তম ইস্পাত আমদানি/ফ্যাব্রিকেশন কোম্পানি। যা ১৯৮৫ সাল থেকে বাংলাদেশে ব্যবসা করে আসছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *