করোনায় আবারও বাড়ল মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০৯ জন। টানা গত দুই দিন করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৫। আজ শনিবার আবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন লাখ ৮৭ হাজার ২৯৫। সুস্থ হয়েছেন এক হাজার ৫৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ দুই হাজার ২৯৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৬৪৬ জনের।
গত ২৪ ঘণ্টায় যে ২৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী পাঁচজন। সকলেরই মৃত্যু হয়েছে হাসপাতালে।
বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।