ইসির শপথ ১৫ ফেব্রুয়ারি
দিনবদল ডেক্স: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং চার নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি এসকে সিনহা। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ করানো হবে। শপথ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।
তিনি বলেন, নব নিযুক্ত সিইসি ও কমিশনারদের শপথ প্রদানের জন্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। এরপর প্রধান বিচারপতি ১৫ ফেব্রুয়ারি শপথ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব কে এম নুরুল হুদাকে ১২তম নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছেন। এছাড়া সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নিয়োগ আদেশ জারি করা হয়।