খুনের দায়ে অভিযুক্ত আমির খান !

0

আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ- বলিউডের সুপারস্টার আমির খানকে ‘খুনি’ সাজিয়ে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল খবর প্রচার করেছে।

|আরো খবর
খুনি মোসলেহউদ্দিনকে বাংলাদেশে হস্তান্তর: ভারতীয় গণমাধ্যম
করোনায় আক্রান্ত অভিনেতা শন পেন
লকডাউনেে কি করছেন বলিউড তারকারা?
তবে নামের বিভ্রান্তির কারণেই এমন ভুল হয়েছে বলে দাবি করেছে নিউজভিত্তিক ওই টিভি চ্যানেলটি। পরে ভুল বুঝতে পেরে সেই ছবি সরিয়ে নেয়া হয়।

ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুনের এক অভিযুক্তকে নিয়ে খবর প্রচার করতে গিয়ে বলিউড তারকা আমির খানের মুখ বসিয়ে সে ছবি সম্প্রচার করে পাকিস্তানি একটি নিউজ চ্যানেল।

চ্যানেল কর্তৃপক্ষের চোখে যখন সেই ভুল ধরা পড়ে, ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় তা ট্রোল হয়ে যায়।

তবে টিভি চ্যানেলটির নাম প্রকাশ করা হয়নি ওই প্রতিবেদনে।

জানা গেছে, নামের বিভ্রান্তির কারণেই এমন ভুল হয়েছে। যিনি খুনে অভিযুক্ত, তিনিও আমির। এমকিউএম নেতা আমির খান। খুনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় ওই পাকিস্তানি নেতাকে নিয়ে খবর সম্প্রচার করছিল চ্যানেলটি।

কিন্তু গ্র্যাফিক্স প্লেটটি যিনি বানিয়েছেন, তিনি হয়তো বলিউড অভিনেতাকে চিনতেন না। তাই গুগলে ছবি সার্চ করে, অভিনেতা আমির খানের মুখ বসিয়ে দেন।
download (69)
চ্যানেলের সেই ছবির স্ক্রিনশট নিয়ে টুইটারে তা শেয়ার করেন সাংবাদিক নায়লা ইনায়ত। খবরের বিষয় ছিল– ১৭ বছর পর খুনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন এমকিউএম নেতা আমির খান। খবরের সঙ্গে অভিনেতা আমিরের ছবি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন ওই সাংবাদিক।

পরে চ্যানেলটি তাদের ভুল বুঝে সেই ছবি পাল্টে নেয়। কিন্তু ততক্ষণে ভাইরাল হন আমির খান।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *