আইসিইউতে থাকা কবরীর জটিলতা এখনও কাটেনি
বিনোদন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল রাতে শারীরিক তাকে আইসিইউতে নেওয়ার প্রযোজন পড়ে৷ কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়
বর্তমান স্থিতিশীল রয়েছে এ অভিনেত্রীর শারীরিক অবস্থা। তবে ঝুঁকি এখনো কাটেনি।
হাসপাতালে কবরীর সার্বক্ষণিক দেখাশোনা করছেন ছেলে শাকের চিশতী। কবরীর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়ে তিনি বলেন, ‘আম্মার শারীরিক অবস্থা স্থিতিশীল। এখনো তিনি আইসিইউতে আছেন। ঝুঁকিও পুরোপুরি কাটেনি। সবার কাছে আম্মার জন্য দোয়া চাই।’
প্রসঙ্গত, কোভিড টেস্টের পর গত (৫ এপ্রিল) দুপুরে ফলাফল হাতে এলে কবরী জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এরপর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি।
জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেত্রী।