অভিষেক টেস্টেই রেকর্ড,ইতিহাসের পাতায় অ্যালেক্স ক্যারি

0

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম অ্যাসেজ টেস্ট ৯ উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রথম ম্যাচেই জয় নিয়ে হইচই তুঙ্গে। তবে খেলোয়াড় হিসেবে নিজের টেস্ট অভিষেকে অ্যালেক্স ক্যারি ইতিহাসের পাতায় নাম লেখালেন।

অভিষেক টেস্টেই উইকেটকিপার হিসেবে ৮টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এবং ভাগ বসিয়েছেন সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডেও।

তিনি দুই ইনিংস মিলিয়ে ৮টি ক্যাচ ধরেছেন। এর মধ্যে প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে নেন ৫টি ক্যাচ। এতদিন অভিষেকে সর্বোচ্চ ৭টি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল ছয়জন উইকেটকিপারের দখলে। তারা হলেন-ক্রিস রিড, ব্রায়ান তাব, অ্যালান নট, পিটার নেভিল, চামারা দুনুসিংহে ও ঋষভ পান্ত।
ম্যাচের চতুর্থ দিনে ক্রিস ওকস, গ্রিনের বলে খোঁচা লাগিয়ে ক্যারির হাতে ধরা দিলে শেষ হয় ইংল্যান্ড ইনিংস। এই ক্যাচ ধরেই ইতিহাসের পাতায় নাম লেখান ৩০ বছর বয়সী অজি উইকেটকিপার।

অথচ ক্যারির টেস্টে খেলার কথাই ছিল না। কপাল খুলে যায় অজিদের নিয়মিত উইকেটকিপার টিম পেইনের ক্রিকেট থেকে বিরতি নেওয়ায়। তার জায়গাতেই দলে ঢুকেন এই উইকেটকিপার ব্যাটার।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *