অস্কারে ‘সেরা ছবি’র নাম বিভ্রাট!

96_273365

অনলাইন ডেস্ক : ডমিয়েন শ্যাজেলের মিউজিক্যাল ড্রামা ‘লা লা ল্যান্ড’ এবার ‘সেরা ছবি’ বিভাগে অস্কার পাবে এরকম গুঞ্জন চলছিলো বেশ কিছুদিন ধরে। অনুষ্ঠানে সেরা ছবির নাম ঘোষণার সময়ও এই ছবিটির নামই বলা হয়!

এই ঘোষণা দেন অভিনেত্রী ডরোথি দুনাওয়ে। ডরোথির হাতে যে খামটি দেয়া হয়, সেখানে ‘লা লা ল্যান্ড’ লেখা ছিল বলেই জানা গেছে।

ঘোষণার পর ছবির কলাকুশলীরা কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবার প্রস্ততিও নিচ্ছিলেন। তবে একটু পরেই ভুলটি সংশোধন করে অভিনেতা জর্ডান হরোউইটজ এবারের অস্কারে সেরা ছবি ‘মুনলাইট’ বলে ঘোষণা করেন। তিনি বলেন, ‘এটি কোনো জোকস নয়। এবারের সেরা ছবি মুনলাইট।’

৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের এই আসরের সেরা ছবি ‘মুনলাইট’-এ রয়েছে কৃষ্ণাঙ্গ সমকামী এক যুবকের গল্প।

ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে ‘ইন মুনলাইট ব্ল্যাক বয়েজ লুক ব্লু’ নামের একটি নাটক থেকে। সেরা ছবির পুরস্কার ছাড়াও ছবিটি ‘পার্শ্ব অভিনেতা’ ও ‘রুপান্তরিত চিত্রনাট্য’ বিভাগে সেরা নির্বাচিত হয়েছে। মুনলাইটে অভিনয় করেছেন, শারিফ আর্প, ডুয়ান স্যান্ডারসন, নাওমি হ্যারিস ও জানেলি মোনা।

অনুষ্ঠানে মুনলাইট পরিচালক ব্যারি জেকিন্স বলেন, ‘আমার জীবনে এমন নাটকীয় ঘটনা আর ঘটবে বলে মনে হয় না, যেমনটি ঘটে গেল গত ২০/৩০ মিনিটে।’

তবে ‘লা লা ল্যান্ড’ ছবিটি সেরা আবহসংগীত, সেরা মিউজিকসহ ৬টি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার লাভ করে। সূত্র: এলএ টাইমস ও বিবিসি

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *