শেভরনের কাছ থেকে গ্যাসক্ষেত্র কিনছে চীন
দিনবদল ডেক্স: বাংলাদেশ থেকে গ্যাসক্ষেত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস কোম্পানি শেভরনের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শেনহুয়া অয়েল। প্রায় ২ বিলিয়ন ডলারের বিনিময়ে গ্যাসক্ষেত্রগুলো কিনবে চীন।
বেইজিংভিত্তিক দু’টি চীনা কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে। চীনের বৃহত্তম প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান নোরিংকোর সহায়ক প্রতিষ্ঠান শেনহুয়া।
স্বাক্ষরিত এই চুক্তি দক্ষিণ এশিয়ার দেশ চীনের জন্য একটি বড় বিনিয়োগ। যেখানে বেইজিং নয়াদিল্লি এবং টোকিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।