ডিসি নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় !

0

মঙ্গলবার, ,
২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ,
১০ সেপ্টেম্বর ২০২৪ ইং,

জ্যেষ্ঠ প্রতিবেদন:

সোম ও মঙ্গলবার দুই দফায় ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্র্বতী সরকার। এ নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর বঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসনের নিয়োগ-পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের দুই যুগ্মসচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও কে এম আলী আযমের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ দুই যুগ্মসচিব বিএনপিপন্থি হিসেবে পরিচিত, সম্প্রতি তাদের জনপ্রশাসন মন্ত্রণালয় পদায়ন করা হয়েছে।

বঞ্চিত কর্মকর্তারা তাদের কাছে আরও জানতে চান, তারা থাকতে কীভাবে আওয়ামী লীগের সুবিধাভোগীরা ডিসি নিয়োগ পেলেন? জবাবে তারা জানান, মূলত মন্ত্রিপরিষদ বিভাগ এ তালিকা চূড়ান্ত করেছে। এসময় অবিলম্বে এই ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের জোর দাবি জানায় বঞ্চিত কর্মকর্তারা।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার, ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়। এর আগে সোমবার ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ৩৪ জেলায় ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর বঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভিড় করতে থাকেন। ভিড় করা এই কর্মকর্তারা মূলত বিএনপিপন্থি হিসেবে পরিচিত; যারা আওয়ামী লীগের আমলে পদায়ন-পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিত ছিলেন।

বঞ্চিত কর্মকর্তারা দাবি করেন, যাদের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, তারা প্রায় সবাই আওয়ামী লীগের সুবিধাভোগী। গত সরকারের অনুগত থাকায় তারা ভালো জায়গায় চাকরি করেছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *