শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল বঙ্গবন্ধুর সমাধিতে

0

বৃহস্পতিবার,
৩১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ আগস্ট ২০২৪ইং,

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ,১৫ আগষ্ট ২০২৪ বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে। এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এরপর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতাকর্মী ও সর্ব সাধারণের।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের হয়। এরপর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের সামনের স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালোপতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা ধারণ করেন কালো ব্যাজ। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেদীতে ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধায় আর ভালোবাসায় তারা বঙ্গবন্ধুকে স্মরণ করে।

জেলা আওয়ামী লীগের আয়োজনে শোকসভার আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ বক্তব্য রাখেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *