ধানমন্ডি ৩২ এ প্রদীপ প্রজ্বলন,রোকেয়া প্রাচীর উপর ছাত্র দলের হামলা!!

0

বুধবার,
৩০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ আগস্ট ২০২৪ইং,

ডেস্ক নিউজঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যার ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অবস্থান এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

এদিকে কর্মসূচি পালন শেষে রোকেয়া প্রাচীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধর করেছে বিরোধীরা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে আগুন দেওয়া হয় বাড়িটিতে। ফলে বাড়িটি পুড়ে গিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়।

বুধবার বিকেলে রোকয়া প্রাচীর নেতৃত্ব বিভিন্ন শ্রেনী-পেশার বেশকিছু মানুষ বাড়িটির সামনে যান। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন রোকেয়া প্রাচী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যার ঘটনায় বিচারের দাবি জানান তিনি। এরপর সন্ধ্যায় বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় রোকেয়া প্রাচী বলেন, “আজ আমরা সবাই এখানে আজ একত্রিত হয়েছি; কারণ বাংলাদেশ পুড়েছে। আমরা সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের ১৯৭১ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধু ছবি পুড়েছে, ধানম-ি ৩২ পুড়েছে৷ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।”

তিনি বলেন, “আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই বত্রিশ যখন পুড়েছে তখন আমাদের মনে হয়েছে আমরা পুড়েছি। আমরা ধানমন্ডি ৩২ এ দাঁড়িয়ে সারাবিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি, আমরা লজ্জিত, বাঙালি জাতি আজ লজ্জিত।”

তবে এর কিছুক্ষণ পরই একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় মারধর করা হয় রোকেয়া প্রাচীকে। প্রতক্ষ্যদর্শীরা জানান, হামলাকারীদের অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এদিকে, হামলার ঘটনার খবরে দ্রুত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বর সরেজমিনে ঘুরে দেখা যায়, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন ঘিরে রেখেছেন।
এ সময় কলাবাগান থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেসবাহউদ্দীন মনির এবং কলাবাগান থানা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শোভন আহমেদ রোমান সাংবাদিকদের সাথে কথা বলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *