সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে ৯ কোটি ৪৪ লাখ টাকা সহায়তা
সোমবার,
১৯ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
০৪ মার্চ ২০২৪
ডেস্ক রিপোর্ট:
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৯ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক সহায়তার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৪ মার্চ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ওবায়দুল কাদের বলেন, সড়কে পরিবহন আইন, ২০১৮-এর আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গঠিত আর্থিক সহায়তা তহবিলে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ১৩৩ কোটি ৯৫ লাখ ৮৮৮ টাকা জমা পড়েছে। ওই তহবিল থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ যাবত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৪ জনকে মোট ৯ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
২০০৯-১০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ৬৩টি ফেরি ও ৬৮টি পন্টুন নির্মাণ করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।