সরকার বিএনপিকে নিয়ে বিচলিত নয়: কাদের

0

শুক্রবার,
১৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ,
০২ ফেব্রুয়ারি ২০২৪ ইং,

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নির্বাচনকে ঘিরে কী প্রতিক্রিয়া দেখাল, তা নিয়ে সরকার বিচলিত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, এখন সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জজ মিয়া নাটক ও সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা বলে মিয়া আরেফিকে নিয়ে সংবাদ সম্মেলন করাসহ বিএনপি যতই নাটক সাজাক না কেন, জনগণের সমর্থন তাদের নেই। তারা যতই করুক, জনগণ আন্দোলন চায় না।

বিএনপি নির্বাচন বয়কটের পরও জনগণ ৪১ দশমিক ৮ শতাংশ ভোট দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ২৮টি রাজনৈতিক দল ভোটে অংশ নিয়েছে। সারা দুনিয়া থেকে বিভিন্ন দেশ ও সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। তারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নির্বাচন সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এমন কথা যুক্তরাষ্ট্রও বলেনি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

সারা বিশ্ব আজ চ্যালেঞ্জের মুখে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এর রেশ বাংলাদেশেও রয়েছে। গতকালও দেখলাম রেমিট্যান্স বেড়েছে, তবে রিজার্ভ কমেছে। ওঠানামা থাকবেই। তারপরও আমরা কৃষি–খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি। এটা একটা ভালো দিক। এ অস্থিরতায়ও জনগণের মধ্যে কোথাও হাহাকার নেই, বিক্ষোভ-দ্রোহ দেখিনি। সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন।’

ওবায়দুল কাদের আরও বলেন, সারা দুনিয়ায় চ্যালেঞ্জের মুখে, আমেরিকারও নানান চিন্তা আছে। তারা এখন নিজেদের চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত। বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার তাদের অত সময় কোথায়?

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *