মানুষের ভালোবাসাকে পুঁজি করে এগিয়ে যেতে হবে: বাহাউদ্দীন নাছিম

0

১৭শ্রাবন ১৪৩০বঙ্গাব্দ,
০১ আগস্ট ২০২৩ইং
জেলা প্রতিনিধি নারায়নগঞ্জঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, কোনো ভাইয়ের স্লোগান নয় আমাদের স্লোগান হবে একটাই জননেত্রী শেখ হাসিনার স্লোগান। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসাকে পুঁজি করে আমাদের এগিয়ে যেতে হবে।

৩১ জুলাই সোমবার সন্ধ্যায় খানপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখন সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধাপরাধীরা এখনো বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। এরা কারা, এরা বিএনপি। তারা স্বৈরাচারী শক্তি, তারা দেশবিরোধী শক্তি। তারা খুনি। দেশকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনো বন্ধ হয়নি।

তারেক রহমানের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায় তারা সন্ত্রাসী হিসেবে বারবার প্রমাণিত হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসীদের রাজনীতি করার অধিকার নেই। নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেবো। কারণ, যাতে ওই জামায়াতি-বিএনপির দোসররা বাংলাদেশে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি কায়েম করতে চায়। বাঙালির ইতিহাস সম্প্রীতির ইতিহাস, ঐক্যের ইতিহাস।

নাছিম বলেছেন, ‘আমরা একটি সুন্দর নির্বাচন দেখতে চাই। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এইটা আমাদের ঘোষণা, এইটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাংলাদেশের সত্তর ভাগ মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। সকল দেশের শত্রুরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ষড়যন্ত্র এখনও বন্ধ হয় নাই।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের হারানোর বা টলানোর শক্তি কারও নেই। বিএনপি-জামাত তো দূরের কথা। আমরা তখনই দুর্বল হই যখন ষড়যন্ত্রকারীদের আমরা প্রশ্রয় দেই। তারা যখনই সুযোগ পায় তখনই আঘাত হানে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *