আ’লীগ-বিএনপিকে ২৩ শর্তে সমাবেশের অনুমতি

0

২৭ আষাঢ় ১৪৩০বঙ্গাব্দ,
১১ জুলাই ২০২৩ইং

মহানগর প্রতিনিধিঃ
২৩ শর্তে বিএনপি ও আওয়ামী লীগকে আগামীকাল বুধবার রাজধানীতে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুই দলের পক্ষ থেকে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল। ২৩টি শর্তে দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
আগামীকাল ১২ জুলাই বুধবার বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সমাবেশ থেকেই সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।

একই দিন শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।

এর আগে বিকেলে আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার ইঙ্গিত দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় তিনি জানান, দুই দলকেই অনুমতি দেওয়া হতে পারে। ২০-২৫টি শর্তসাপেক্ষে তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ৯ ডিসেম্বর ২৬ শর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *