নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: ডিসি মাদারীপুর

0

২২ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,
০৬ জুলাই ২০২৩ইং,
জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেছেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না।নির্বাচনের দিন সকল কেন্দ্রে নিরাপত্তা জোড়দার করা হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

০৫ জুলাই বুধবার সকালে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন – ২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এসএমএ কাদের, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *