চট্টগ্রাম-১০ উপনির্বাচন: আওয়ামী লীগের প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র দাখিল

0

২০ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,
০৪ জুলাই ২০২৩ইং,
মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ ০৪ জুলাই মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন অফিস। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘ছয়জন প্রার্থীর মধ্যে দুজন অনলাইনে, বাকিরা সশরীরে অফিসে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’ আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ ০৪ জুলাই মঙ্গলবার বিকেলে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মহিউদ্দিন বাচ্চু নির্বাচন অফিসে আসেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সম্পাদক শফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য নগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমীন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের জন্য ৩০ জুলাই দিন ধার্য করে। নির্বাচন তফসিল ঘোষণার পর এই পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ ১৩ জুলাই ও ভোট গ্রহণ হবে ৩০ জুলাই।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *