বিশ্বের বুকে বাংলাদেশকে মর্যাদাশীল করার আহ্বান প্রধানমন্ত্রীর

1486875706

দিনবদল ডেক্স: বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে বক্তৃতার সময় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে যোগ দিয়ে তিনি বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

এসময় বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।’

‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই উন্নয়নে আনসার ভিডিপির ভূমিকাও প্রশংসনীয়। কুটির শিল্প থেকে সার্বিক তৎপরতায় তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *