দীর্ঘ প্রতীক্ষার পর প্রকৃত অনুষ্ঠান নির্মাতার হাতে বিটিভি ঢাকা কেন্দ্রের দায়িত্ব।

0

শনিবার,
৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
২১ জানুয়ারি ২০২৩ইং

বিনোদন ডেস্কঃ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন মাহফুজা আক্তার। ৪ জানুয়ারি ২০২৩ইং তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। প্রয়াত শেখ রিয়াজ উদ্দিন বাদশা অবসরে যাওয়ার পর বিটিভি ঢাকা কেন্দ্রে সেই অর্থে কোন অনুষ্ঠান নির্মাতাকে এই পদের দায়িত্বে দেখা যায়নি। মাহফুজা আক্তারের এই পদায়নের মাধ্যমে বিটিভির তালিকাভুক্ত শিল্পীদের বহুদিনের আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটল। অধিকাংশ শিল্পীরা মনে করছেন বিটিভি অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলটার অবসান ঘটবে । ব্যাপ্তি অনুযায়ী শিল্পী সম্মানী জটিলতা, কারেন্ট পেমেন্ট, সহ আরও অনেক সমস্যার অবসান ঘটবে বলে মনে করছেন শিল্পীরা। মাহফুজা আক্তার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান নির্মাণের জন্য বিটিভির ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে কাজ করেছেন মাহফুজা আক্তার । তিনি বিটিভিতে কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার পদে প্রশাসন, অনুষ্ঠান, নাটক ও নৃত্য শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি তথ্যচিত্র, ডকু–ড্রামা, নাটক, নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান নির্মাণ ও পরিচালনা করেছেন।

২০১৯ সাল পর্যন্ত তিনি জাইকা ও এটুআই–এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নমূলক তিন বছর মেয়াদি একটি প্রকল্পের পরিচালক ছিলেন।এছাড়া তিনি এবিইউ, ইবিইউ, এআইবিডি, এনএইচকে ওয়ার্ল্ড, কেবিএস, টোকিও ডকস , জাইকা, ইউনেস্কো, ওয়ান এশিয়া প্রজেক্ট, এবিসি অস্ট্রেলিয়া, এসবিএসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথ–প্রযোজনার মাধ্যমে অনুষ্ঠান নির্মাণ করেন।

মাহফুজা আক্তার ওকেপি বৃত্তির আওতায় ফেলোশিপ অর্জনের মাধ্যমে রেডিও নেদারল্যান্ডস ট্রেনিং সেন্টার (আরএনটিসি) হতে এক বছর মেয়াদি ‘ড্রামা ফর সোশ্যাল চেঞ্জ’ কোর্স সম্পন্ন করেছেন।

বিবিসি,এনএইচ কে জাপানএবি সি,এস বিসি,অষ্টেলিয়া, এবিইউ ,একই বি ডি মালোশিয়া হতে টেলিভিশন অনুষ্ঠান এর উপর প্রশিক্ষন গ্রহন করেন । জার্মানির প্রিক্স জুনেস ফাউন্ডেশন আয়োজিত প্রিক্স জুনেস ইন্টারন্যাশনাল ২০২০ প্রতিযোগিতা ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত এবিইউ পুরস্কার ২০১৮ এ জুরি বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি কালারস অব এশিয়া ২০১৭, ওয়ান এশিয়া ২০১৮, পিএমএ গ্লোবাল গ্রান্ট ২০১৯ এবং জাপান প্রাইজ ২০২০ (শীর্ষ পাঁচ ফাইনালিস্ট) সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *