টাইগারদের বিপক্ষে এমন হারের পর যা বললেন আফগান অধিনায়ক
টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দল আফগানিস্তান। এই ফরমেটে বাংলাদেশ এবং আফগানিস্তানের তফাৎ অতীত সমীকরণ দেখলেই অনুমেয়! ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ১২৪টি ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ৪৪টিতে। আর ৯০টি ম্যাচ খেলে ৬০টিতেই জয় তুলে নিয়েছে আফগানরা।
টি-টোয়েন্টিতে শক্তিশালী দল হয়েও বাংলাদেশ সফরে এসে টাইগারদের কাছে পাত্তাই পেল না আফগানিস্তান।
বৃহস্পতিবার মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের করা ১৫৫ রান তাড়ায় ৯৪ রানেই অলআউট হয় আফগানিস্তান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬১ রানে পরাজয়ের পর আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, আমরা সত্যিই ভালো বোলিং করেছি। টাইগারদের ১৫৫ রানে আটকে রাখতে পেরেছি। আমরা ভেবেছিলাম রান তাড়া করতে পারব। কিন্তু পাওয়ারপ্লেতে টপাটপ উইকেট পড়ে যাওয়ায় আমরা ম্যাচ থেকে ছিটকে যাই। তবে আমরা পরের ম্যাচে লড়াই করার সর্বোচ্চ চেষ্টা করব।