তামিম আর জাতীয় দলে টি-টোয়েন্টি খেলবেন না

0

শনিবার, ২২ জানুয়ারি ২০২২
৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্ট:

টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলবেন না তামিম ইকবাল। আবার কেউ কেউ বলছেন এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার।

সত্যিই তামিম টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? কবে কখন কোথায় একথা বলেছেন তামিম? ঘটনা কী সত্যি?

আসল ব্যাপার ভিন্ন। তামিম নিজ মুখে মিডিয়ায় বলেননি যে, তিনি আর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন না। তাহলে এমন কথা ছড়ালো কিভাবে? গুঞ্জনটি মূলত চাউর হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এক মন্তব্য থেকে।

আজ (শনিবার) রাতে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর মিনিস্টার ঢাকার ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় শেরে বাংলার গেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে বিসিবি সভাপতি বলেন, ‘তামিম আমাকে বলেছে যে, আপনি আমাকে টি-টোয়েন্টি ফরম্যাটে জোর করবেন না। আপনি বললে আমাকে আসতেই হবে। তবে আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।’

তবে তামিমের এই কথাটা বিপিএল চলার সময়ে নয়। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের কথা। তখন তামিমকে দলে ফেরাতে চেয়েছিলেন পাপন। সেই সময় তামিমকে আকার ইঙ্গিতে অধিনায়ক হওয়ার প্রস্তাবও নাকি দেওয়া হয়েছিল।

সেই প্রসঙ্গটা আজ কথাবার্তার এক পর্যায়ে বলে ওঠেন পাপন, ‘তামিমের সাথে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম-তুমি টি-টোয়েন্টিতে আবার ফেরত আসো। এটা ছাড়বা কেন। তুমি আমাদের বেস্ট ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *