আকরাম খানের পদত্যাগ ইস্যুতে যা বললেন পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ পদ ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে দীর্ঘদিন যাবৎ আছেন সাবেক অধিনায়ক আকরাম খান। হঠাৎ করেই এই দায়িত্ব থেকে পদত্যাগ করছেন তিনি। দেশের ক্রিকেটের এখন ‘টক অব দ্য টাউন’ আকরাম খান। সব কিছু ছাপিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্ব থেকে তার সরে দাঁড়ানোর ইস্যু নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
এদিকে, বুধবার এক বৈঠকের পর এ বিষয়টি নিয়ে কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, সে (আকরাম) যে পদে ছিল তার মেয়াদ তো অনেক আগেই শেষ হয়েছে। এতোদিন তো অন্তবর্তীকালীন দায়িত্বে ছিল। তাই পদত্যাগ করার প্রসঙ্গই এখানে আসছে না।
পাপন আরও বলেন, তার (আকরাম) সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে যে, এখন যে দায়িত্ব আছে সে সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর তাই সে অন্য কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছে।
বোর্ড সভাপতি জানান, ‘আকরাম খানের থাকা-না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) সিদ্ধান্ত নেওয়া হবে।’