খালেদার মুক্তি চান ১০০১ জন সাবেক ভিপি, জিএস-এজিএস

0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়েছেন ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজ ছাত্র সংসদের ভিপি, জিএস ও এজিএসরা।

সোমবার তাদের পক্ষে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু এক বিজ্ঞপ্তিতে জানান, দেশবাসী অবগত আছে যে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে মূমুর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।এমতাবস্থায় ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজের নির্বাচিত ১০০১ জন সাবেক ভিপি, জিএস ও এজিএস যৌথ বিবৃতিতে দাবি জানাচ্ছে যে, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

বিবৃতি দাতা উল্লেখযোগ্য সাবেক ছাত্র নেতারা হলেন- মীর নেওয়াজ আলী- সাবেক ভিপি ঢাকা কলেজ, এজিএম শামসুল হক- সাবেক ভিপি সরকারি তিতুমীর কলেজ, হেলেন জেরিন খান- সাবেক ভিপি ইডেন কলেজ, এস এম জাহাঙ্গীর হোসেন- সাবেক ভিপি তেজগাঁও কলেজ, নেওয়াজ হালিমা আরলী- সাবেক ভিপি বেগম বদরুন্নেসা কলেজ, মাহবুবুল হক নান্নু- সাবেক ভিপি বিএম কলেজ, খন্দকার মাশুকুর রহমান- সাবেক ভিপি রাজেন্দ্র বিশ্ব বিদ্যালয় কলেজ, খায়রুল বাশার- সাবেক ভিপি বগুড়া আজিজুল হক কলেজ, আলী রেজাউর রহমান রিপন- সাবেক ভিপি কবি নজরুল কলেজ, শামীম পারভেজ- সাবেক ভিপি বাংলা কলেজ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *