দরিদ্র দেশে কম দামে ওষুধ দিতে ডব্লিউএইচও’র নতুন প্রকল্প

0

২৪ অক্টোবর, ২০২১ ইং,
০৮ কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
বিশেষ প্রতিনিধি:
দরিদ্র দেশগুলো যেন কম দামে করোনার অ্যান্টিভাইরাল ওষুধ কিনতে পারে, সেজন্য একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্প্রতি অ্যাকসেস টু কোভিড-১৯ টুলস এক্সিলারেটর (এসিটি-এ) নামের এই প্রকল্পের উদ্দেশ্য ও পরিকল্পনার খসড়া একটি অনুলিপি পেয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ১০০ কোটি করোনা টেস্টের ব্যবস্থা এবং ১২ কোটি করোনা রোগীকে করোনার চিকিৎসা বাবদ অল্প দামে অ্যান্টিভাইরাল পিল সরবরাহের পরিকল্পনা নিয়েছে ডব্লিউএইচও।

এছাড়াও এসিটি-এ প্রকল্পের আওতায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর করোনা রোগীরা যেন প্রতি কোর্স অ্যান্টিভাইরাল পিল ১০ ডলারে কিনতে পারে- সেই ব্যবস্থা করবে ডব্লিউএইচও।

এ কাজে প্রয়োজনীয় অর্থের জন্য জি২০ সহ অন্যান্য দাতাসংস্থার কাছ থেকে ২ হাজার ২৮০ কোটি ডলার চাওয়া হয়েছে।

এ উদ্দেশ্যে দাতা দেশ ও সংস্থাগুলো এরইমধ্যে প্রকল্পে ১ হাজার ৮৫০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *