করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫০ জন
বিশেষ প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৫০ জন মারা গেছেন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২২২ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৩১৯ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৩৩ হাজার ২৯১ জনে।
আজ মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি।
এছাড়া, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ২৪৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৭১ হাজার ৭৩। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৩ শতাংশ। এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।