ধর্ষণ ও হত্যারচেষ্টা চিত্রনায়িকা পরীমনিকে !

0

বিনোদন ডেস্ক:

জনপ্রিও চিত্র নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ। ইতিমধ্যে পরীমনি গনমাধ্যমে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তির নাম জানিয়ে সংবাদ সম্মেলন করেসেন। রবিবার রাতে নিজের বনানীর বাসায় সংবাদ সম্মেলনে পরীমনি জানান, চার দিন আগে উত্তরা বোট ক্লাবে নাসির ইউ মাহমুদ নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে জনান পরীমনি।

নাসির ইউ মাহমুদ সম্প্রতি উত্তরা ক্লাবের দ্বিতীয় বারের সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন । ক্লাবের ২৪তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাসির ইউ মাহমুদ ৬৭২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম আর মঞ্জুর পেয়েছেন ৩১৬ ভোট। নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইফতেখার মাহমুদ, নূর মোহাম্মদ ডিকন, এস এম কাইয়ুম আলী, এ এম মাহমুদুর রহমান, নূরুল ইসলাম, আরশাদ মোর্শেদ হোসেন (পিপলু), শফিকুল আলম, পিয়ারা নার্গিস, মারুফ আজিজ (বাবু) ও কেএম খায়রুল বাশার। নির্বাচনে এক হাজার ৩৫০ ভোটারের মধ্যে ৯৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলন পরীমনি জানান, তার সঙ্গে অশালীন আচরণ করা হয় ও হত্যার হুমকি দেওয়া হয়। তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। রাত আড়াইটার দিকে বনানী থানায় অভিযোগ করেন এ বিষয়ে। থানা অভিযোগ নিলেও তাকে অভিযোগের কপি দেওয়া হয়নি। সেদিন রাতে ওই ক্লাবে ওই ব্যক্তি পরীমনির গায়ে হাত তোলেন বলেও জানান তিনি।

তিনি বলেন, চার দিন আগে উত্তরা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির ইউ মাহমুদ নামে ওই ব্যক্তি। তিনি নিজেকে উত্তরা বোট ক্লাবের কর্মকর্তা বলে পরিচয় দেন। শুধু তাই নয়, তার পরিচিত আলোকচিত্রী জেমিকেও মারধর করা হয়।

এ নায়িকা জানান, তার পূর্ব থেকে পরিচিত আলোকচিত্রী জেমির বন্ধু ব্যবসায়ী অমির আমন্ত্রণে সেদিন জেমিকে সঙ্গে নিয়ে উত্তরা বোট ক্লাবে যান। সেখানে তাকে পানীয় গ্রহণ করতে বলা হয়। এরপর তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন নাসির ইউ মাহমুদ। এক পর্যায়ে শুরু হয় মারধর। এ সময় অমিকে নিরব থাকতে দেখা যায় বলেও দাবি করেন পরী।

সংবাদ সম্মেলনে বলা হয়, সেখানে অজ্ঞান হয়ে যান পরীমনি। এরপর রাত ২টা থেকে আড়াইটার দিকে তিনি সুস্থ হয়ে বনানী থানায় যান।

পরী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি সুইসাইড করার মতো মেয়ে নই। আমি সুইসাইড করতে চাই না। তারপরও যদি আমার মৃত্যু হয় তাহলে তার জন্য সেই ব্যক্তিরা দায়ী থাকবে।’

পরী আরও বলেন, ‘গত চারদিন ধরে আমি সাধারণ মেয়ে হিসেবে দ্বারে দ্বারে বিচার চেয়েছি কিন্তু পাইনি। আজ তাই সংবাদ সম্মেলন ডেকেছি। আমি আজ বুঝতে পারছি, সাধারণ মেয়েদের অবস্থা কী হয়।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *